প্রকল্প হতে ফসল ভিক্তিক বরাদ্দ প্রাপ্ত প্রদর্শনী মাঠ পর্যায়ে স্থাপন করা হয়েছে কিনা ? তাহা যথাযথ পরিদর্শন, প্রত্যক প্রদর্শনী ভিক্তিক প্রদর্শনী রেজিস্টারে প্রদর্শনী প্রাপ্ত কৃষকের নাম ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, ফসলের নাম, জাত, বপনের তারিখ, সেচ প্রয়োগ, সার প্রয়োগ সহ বিভিন্ন পরির্চযা কর্তন, বীজ সংরক্ষণ, পর্যন্ত যাহা রেজিস্টারে লিপিবদ্ধ হয়েছে কিনা তাহা দেখা। অফিসের উপকরণের বিতরণের কৃষকের মাস্টাররোল এবং বিতরণ রেজিস্টার, খরচের ভাইচার ও স্টক রেজিস্টারে লেখা হয়েছে কিনা তাহা যথাযথ ভাবে দেখা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস